চিকিৎসক ও কবি আমার দ্বৈতসত্তা প্রতিনিয়ত খেলছে আমায় নিয়ে কবিত্ব বলে ভেঙ্গে ফেলো সবকিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে, অনু থেকে পরমাণু সবকিছু্ । ডুবে থাক ছোট বড় সকল দ্বীপপুঞ্জ , শহর নগরী বিস্তৃত স্থলভাগ, পতিত জমি, জেগে উঠুক ভালবাসার নিষিদ্ধ অতৃপ্ত বেলাভূমি। জেগে উঠুক মহীরুহ , প্রাণ, কবিত্ব। বাস্তববাদী স্বার্থপর , সৎ অস্তিত্ত আমায় শাসন করে, অবজ্ঞা করে নির্মমভাবে ভেঙে দেয় শুধু আমার আমিকে। এই ভাঙ্গায় নাকি আছে অতৃপ্তির স্বাদ এই ভাঙ্গায় নাকি আছে জীবনের ছবি। এইখানেই বেচে থাকে রক্তাক্ত হৃদয়ের শাসিত কবি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।