বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তিন দিন ধরে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিন্হা মিমের নতুন একটি বিজ্ঞাপন অবিরত প্রচার হচ্ছে। নতুন এই বিজ্ঞাপনে মিম দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকের বিশেষভাবে নজর কেড়েছেন। শুধু তাই নয়, বিজ্ঞাপনটিতে দ্বৈত চরিত্রে মিমের অনবদ্য অভিনয় সবার মাঝে বেশ আলোচনারও সৃষ্টি করেছে।
গ্রামীণফোনের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিপলু। এতে কাজ করা এবং প্রচারের পর রেসপন্স সম্পর্কে বিদ্যা সিন্হা মিম বলেন, 'আমি ভীষণভাবে কৃতজ্ঞ বিজ্ঞাপনটির নির্মাতার কাছে। তবে আরও অনেক বেশি কৃতজ্ঞ আমি যারা বিজ্ঞাপন দেখার পর তাদের অনুভূতি আমার সঙ্গে শেয়ার করছেন।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।