আমাদের কথা খুঁজে নিন

   

দ্বৈত স্বত্তা।



বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি...। খণ্ডিত চিত্রকল্পে উড়ে বেড়ানো চিল,ধূসর অদৃশ্য মেঘের সাথে আল্পনারত হিজিবিজি চিরল সবুজ পাতা আর বৃষ্টিতে ধ্যানরত নিথর সবুজ বৃক্ষ দেখে মায়া লাগে খুব।ইচ্ছে করে এই নৈব্যক্তিক সময়ের অববাহিকায় হারিয়ে যেতে, মিশে যেতে ঐ দূরের দিগন্ত্ররেখার সাথে। যেন কেউ খুজে না পায়। -কেন সবকিছু থেকে এইভাবে হারিয়ে যাবার চেষ্টা?আরও বেশি করে ধরা পড়বার সনে?তোমায় আমার ভালো করেই চেনা আছে। HYPOCRITE কোথাকার!! আমার কি দোষ?আমার ভিতরে এত আমি! কোনটা যে আসল আমি বুঝিনা ঠিক। একজন চায় একরকম তো আরেক জন চায় সম্পুর্ণই বিপরীত কিছু। -তাই বলে কথা ও কাজে অমিল কি তোমাকে মানায় বলো? কেন মানাবেনা? সব সময় ভদ্র, শান্ত-শিষ্ট হয়ে থাকতে আমার ভালো লাগেনা।ইচ্ছা করে খুব খারাপ হয়ে যাই!একটা নষ্ট ছেলে হতে ইচ্ছে করে! খুব! খুব!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।