Change the World
সম্প্রতি ভারতীয় একদল গবেষক পানি শোধনে ন্যানো প্রযুক্তি ব্যবহারে বিশেষ সাফল্য অর্জন করেছেন। ন্যানো প্রযুক্তি নির্ভর পানি শোধনের এই পদ্ধতিগুলোর বেশ কয়েকটি ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে এবং কয়েকটির বিষয়ে এখনো গবেষণা চলছে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ নিউক্লিয়ার ডিস্যালাইনেশন সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে অতিরিক্ত জনসংখ্যা, চিকিৎসা এবং কৃষি কাজের জন্য আরো বেশি পরিমাণে শোধিত পানি এই পদ্ধতির সাহায্যে যোগান দেওয়া সম্ভব হবে।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ন্যানো পদ্ধতিতে কার্বন ন্যানোটিউব এবং অ্যালুমিনা ফাইবার ন্যানো ছাঁকনের জন্য ব্যবহার করা হয়। একইভাবে এতে জিওলাইট ছাঁকন পর্দার ন্যানো আকারের ছিদ্রের ব্যবহার সহ ন্যানো ক্রিস্টাল এবং চুম্বকের ন্যানো কণা ব্যবহার করা হয়। একইসঙ্গে দূষিত পানিতে থাকা দুষক উপাদান শনাক্ত করতে এতে মেশানো হয় টাইটানিয়াম অক্সাইড ও প্যালাডিয়ামের ন্যানোকণা।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ পদ্ধতিতে পানিতে থাকা তলানি, রাসায়নিক উপাদান, চার্জিত কণা, ব্যাকটেরিয়া এবং অন্যান্য রোগজীবাণু পুরোপুরি দূর করা সম্ভব হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।