আমাদের কথা খুঁজে নিন

   

শব্দার্থ



৭ম শ্রেণীর ইংরেজী পরীক্ষা চলছে। অনেক প্রশ্নের সাথে শব্দার্থ লিখ প্রশ্নটাও ছিল। হঠাতই নজরে পড়ল দ্বিতীয় বেনচে বসা ছাত্রী প্রথম বেনচে বসা ছাত্রীর খাতায় কিছু দেখছে। এবং তৃতীয় বেনচে বসা ছাত্রী দ্বিতীয় বেনচে বসা ছাত্রীর খাতা দেখছে। ব্যাপার কি ঘটছে বোঝার জন্য ওদের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে ওদের খাতার দিকে দেখলাম। প্রথমজন শব্দার্থ এর উত্তর লিখছেঃ- Ray মানে রশ্মি। এবার দ্বিতীয় জনের খাতায় দেখলাম সেও শব্দার্থের উত্তর দিচ্ছে এবং সামনের জনের খাতা দেখে লিখছে Ray মানে রশি। এবার তৃতীয় জনের খাতা দেখলাম, সেও শব্দার্থের উত্তর দিচ্ছে এবং লিখেছে Ray মানে দড়ি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.