সত্য যে কী- জানি নে, সত্য সদা সাধনায় অনেক শব্দের অর্থ এখন উল্টে গেছে। এর কারণ একটি জাতি যখন সামনে না হেটে পিছনে চলতে শুরু করে তখন অনেক কিছুই উল্টে যায়। দু একটি শব্দের কথা বলা যেতে পারে।
ক্যাডার: বিসিএস পাস করে দেশের মেধাবী সন্তানরা ক্যাডার হত। এখন যে কোন জায়গায় ক্যাডার গজায়।
এদের পকেটে কলম থাকে না, থাকে চাকু, পিস্তল ইত্যাদি।
চাঁদা: বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বা মানবিক সাহায্যর প্রয়াজনে চাঁদা তোলা হত। এখন চাঁদা মানে অন্য কিছূ। চাঁদা মানে দোকানপাট থেকে, বড় বড় ব্যবসায়িদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক মোটা অঙ্কের টাকা বাগিয়ে নেওয়া।
দুটি ভাল শব্দ যদি এখানে অন্য অর্থ প্রকাশ করতে পারে সময়ের ব্যবধানে।
একটি খারাপ শব্দও ভালোর জায়গা দখল করতে পারে। রাজাকার শব্দটি নিয়ে আমার এধরনের ভয় হচ্ছে। তাই রাজাকার শব্দের অর্থ এবং রাজারাক কাকে বলে এ বিষয়টি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় পাঠ্য হিসেবে অর্ন্তভূক্ত করা প্রয়োজন।
আসুন সকলে ইতিহাস সচেতন হই। সব কথার সঠিক মাজেজা বুজতে ইতিহাস পাঠ আবশ্যক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।