আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে
পত্রিকার পোকা আমি বোধ হয় , বোধ হবার খানিক পর থেকেই । সাত সকালে উঠে পড়ে ব্যালকনিতে পায়চারি করতে করতে হকারের পথ চেয়ে থাকতাম । আমার সকালে উঠে পড়ার রহস্যটা যে মোটেও লক্ষী ছেলেসুলভ ছিল না , বুঝতেই পারছেন ।
আরেকটা বাজে অভ্যাস ছিল (এখনও আছে).......ডিকশনারী এড়িয়ে চলা , মোটাসোটা ডিকশনারীটা খুলে সেটার মধ্য থেকে শব্দ খোজাটা অত্যাচার মনে হত , তাই কিছু না বুঝলে কিছুটা সেন্স কাজে লাগিয়ে আন্দাজে ঢিল মারতাম।
১৯৯৪ এ দেশে আসলাম যখন তখন আমি ক্লাস ফাইভে ।
হোয়াইট প্রিন্ট কালারড নিউজপ্রিন্ট থেকে সোজা কালো নিউজপ্রিন্ট পেপার(সবগুলো পত্রিকায় এ কাগজে ছাপা হত)। তবুও নেশা গেল না ..................পরিচয় ঘটলো অনেক নতুন শব্দের সাথে ।
নতুন পরিচয় ঘটে যাওয়া শব্দের মধ্যে মনে দাগ কাটলো ......"ওরফে"। প্রতিদিনই শব্দটার দেখা পাচ্ছি , অথচ অর্থ জানিনা , সেন্স কাজে লাগাতে শুরু করলাম । হম , তাড়াতাড়িই অর্থ পেয়ে গেলাম ................ আব্বাস ওরফে কিলার আব্বাস , মিলন ওরফে মুরগী মিলন ।
"ওরফে" অর্থ
ধুন্ধুমার সন্ত্রাসী .....................
বেশ কিছুদিন কেটে গেল কোন সমস্যা ছাড়াই , কিন্তু বিশ্বাসে আঘাত হানলো চৌধুরী জাফরুল্লাহ শারাফাত । কেনিয়াতে সেবার আইসিসি হচ্ছে , বুলবুল দারুন খেলছিল সে ম্যাচটায় ,
হঠাত উত্তেজিত হয়ে রেডিও জকি( )শারাফাত বলে বসলেন ...........আমিনুল ওরফে বুলবুল , হায় হায় একি হল বুলবুল "ওরফে" হতে যাবে কেন? ........একটু পর ব্যাপারটা পরিস্কার হল যখন আব্বুকে জিজ্ঞেস করলাম .....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।