আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে
ক্যাজুয়াল নিয়ে গোলটা বেধেছিল ঠিক কোন মাসে মনে নেই , এতটুকু শুধু মনে আছে দেশে ফিরে আসার পর প্রথম বছরেরই ঘটনা । আমি তখনও প্রাইমারী লেভেলের ছাত্র । খেলাধুলার ভক্ত ছিলাম একদম বুদ্ধি হওয়ার পর থেকেই । কিন্তু ক্রিকেট খেলাটার সাথে সবেমাত্র পরিচিত হচ্ছি।
এর মাঝে একদিন ভোরের কাগজে বুলবুলের প্রোফাইল পড়লাম।
সবই বুঝলাম , শ্তধু বুলবুলের প্রিয় পোষাক "ক্যাজুয়াল" কেন বুঝলাম না । পরের সপ্তাহে আতাহার আলী খানের প্রোফাইল ছাপা হল , সেখানেও প্রিয় পোষাকটা ধরে রেখেছে "ক্যাজুয়াল" । কি জ্বালা , ক্যাজুয়াল মানেটা কি ??
কয়েক সপ্তাহ পরে অর্থটা খুজে পেলাম । এবার ফুটবলার জুয়েল রানা ঘোষণা করলেন তারও প্রিয় পোষাক ক্যাজুয়াল । একটা puzzle solve করলাম ।
"ক্যাজুয়াল" এমন একটা পোষাক যা একই সাথে ফুটবলার এবং ক্রিকেটারদের প্রিয় পোষাক হতে পারে .............ক্যাজুয়াল মানে "ট্র্যাকস্যুট" ই হবে ।
অনেকদিন তেমনটাই জানতাম , কিছুদিন পর রাজনীতির পাতায় জাতীয় পার্টি নেতা শাহ মোয়াজ্জেম হোসেনের সাক্ষাতকার ছাপা হল , যখন দেখলাম তারও প্রিয় পোষাক ক্যাজুয়াল , ট্র্যাকস্যুটের চিন্তাটা বাদ দিলাম। জাতীয় পার্টি নেতারা হুসেইন মুহম্মদ এরশাদকে তেল দিতে খুব ভালবাসতেন । এরশাদের প্রিয় পোষাক ছিল তখন সাফারী(সম্ভবত পল্লীবন্ধু ভাবটা আনার জন্য) । বুলবুল, জুয়েল রানাদের কে সাফারী পড়িয়ে কল্পনা করতে কষ্ট হচ্ছিল তারপরও বিশ্বাস করার চেষ্টা করলাম ক্যাজুয়াল অর্থ "সাফারী"!!!!!
কিন্তু ultimate problem ক্রিয়েট হলো যখন বিনোদন বিচিত্রায় বলিউডের সালমান খানের প্রিয় পোষাক হিসেবেও ক্যাজুয়ালের উপস্থিতি দেখলাম ।
আর যাই হোক সল্লু সাফারী পরে পার্টিতে অ্যাটেন্ড করবে না ।
ক্যাজুয়াল রহস্যের সমাধানের জন্য আব্বুর দ্বারস্থ হলাম .........কিন্তু তার আগে এত ঘটনা , তার কোনটাই আব্বুকে বললাম না (ছোট হলে কি হবে , কিসে লজ্জা পেতে হয় বেশ ভালো জানতাম )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।