আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলের পিঠে রাজকুমার

এসো, গল্প শোনাই।

মূর্খ লোকের বচন অথবা ছাগলের পিঠে রাজকুমার, বিবর্তনের যুগে সব কাচকলাই সন্দেশ। কানা ছেলে পদ্মলোচনের দূরদৃষ্টি যখন অন্ধের একমাত্র যষ্ঠি, তখন আমি কোন্ কলিযুগের অবতার? পিতৃগৃহে অন্ন মিলবে, এটা তো কোনো আলাদা কিছু নয়, চান বদন সোনামানিকের কাছে এতো নিত্য দিনকার মৌলিক অধিকার। হুমায়ূন আজাদ বলেছিলেন, সবকিছু একদিন নষ্টদের হাতে চলে যাবে। আমি বলি, শুধু নষ্টদের ভূমিকা কেন মূখ্য? নষ্টদেরকে দুধকলা দিয়ে পুষে কারা? নষ্টরা কুমিরের সাত বাচ্চা দেখায়, কিন্তু দেখে কারা? মূর্খ লোকেরা। মূর্খতা একটা রোগ বা ক্ষমাযোগ্য কোনো অপরাধ নয়। বরং ামার মতে শূলে চড়ানো সঠিক এবং একমাত্র শাস্তি। একফোটা চোনা কি এক হাড়ি দুধকে অখাদ্য বানানোর অব্যর্থ নিয়ামক নয়??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.