সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন যুদ্ধাপরাধের ঘটনায় জড়িতদের দালাল আইনেও বিচার করা হবে বলে। সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করে আদালতের দেয়া রায়ে ৭২র দালাল আইন পুনরুজ্জীবিত হওয়ায় সে সুযোগ সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচারের দাবি শীর্ষক একটি আলোচনায় গুপ্ত ভাই এই কথা কইছে।
বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের শক্তির নবজাগরণ ঘটেছে। ২০০৮-এর নির্বাচনে মুক্তিযুদ্ধের বিরোধী ও ইতিহাস বিকৃতকারীদের পরাজয় হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, একটি জাতির ইতিহাসে দুজন জাতির পিতা কিংবা স্থপতি থাকতে পারে না।
যুদ্ধাপরাধীরা কখনও ভাবেনি তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।