আহসান জামান একদিন বিষাদের জানালা খুলে, উড়ে যেয়ো স্মৃতি; দিগন্তরেখার কাছে মলিন আকাশ ছুঁয়ে মৃত্তিকাকে ডেকো আর অন্তর ছিঁড়ে পড়ে নিও অবাধ বেদনার গান। চোখের ভিতর গাঁথা মেঘলা মৌসুম; একদৌঁড়ে পালানো শৈশব, কবেকার ছীবুড়ির সুর ধরে চলে গেছে বেদনার রেলগাড়ী; কতদূর পথ! একদিন বিষাদের জানালা খুলে, উড়ে যেয়ো স্মৃতি; কৃষ্ণচূড়ার লাল আগুনে পুঁড়ে, তামাটে বিকেলে বাড়ী ফেরার পথগুলো খুঁজে দিও, আলগোছে; কড়ির মতো কুঁড়িয়ে নিবো বুকপকেটের ভিতর। একদিন বিষাদের জানালা খুলে, উড়ে যেয়ো স্মৃতি;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।