নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা!
আমাকে হেরে যেতে হয় স্বপ্নের কাছে
হেরে যেতে হয় সময়ের কাছে।
আশার আয়নায় জমে কুহেলিকা,
আমার পৃথিবী ঝাপসা হয়ে আসে।
আমি পারিনা আর এই সাপলুডু খেলতে
শত না পারা নিয়েও আমাকে ফের পারতে হয়
অসহায়ত্বের দায়ভার নিয়ে।
রঙ হারিয়ে ফেলেছি আমি কবে কোন হারিয়ে যাওয়া
সায়ন্থন লগ্নে। তাই আজ ধূসরতা পাঠ করে প্রিয় মুনিয়া।
স্মৃতির চাবুক পরে পিঠে... আমি আর পারিনা !
বলি- এবার মুক্তি দাও হে বিষাদ নিয়তি আমার...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।