বিষাদের কথপোকথন
-এম জসীম
সবাই সবকিছু নিয়ে থাকে আনন্দে
সংসার, সমাজ আর প্রাচুর্য
থাকে ঝলমলে স্বার্থের মোড়কে ঘিরে
জাগতিক জৌলুসে
আমি থাকি বিষাদে নিমগ্ন
প্রাচুর্যের বাইরে নির্বুদ্ধিতার অতলে !
সবাই ঘরে ফেরে দুপুরে কিংবা রাতে
ফেরে মায়ারটানে, নিজের মত করে
আমার ফেরা হয়না নিজের অনুভূতি নিয়ে
দুপুর, রাত কিংবা মাতাল মধ্যাহ্নে
ফেরা হয়না আমার।
সবার সবকিছু আছে, তবু পরিপূর্ণতা নেই
গৃহ,প্রেম, নারী কিংবা স্নেহীর ভালবাসা
আছে সন্তানের আহামরি আহাদ
আহা ! সবকিছু আছে
গৃহকর্ম, নির্মল ভবিতব্যের স্বপ্ন
শুধু আমার নেই ওসব; আমার ওসব থাকতেও নেই !
আমায় ঘিরে আছে ওদের ঘেরাটোপ
ওদের জন্য আমি আকুল
ওরা ভাল থাকুক, অকেশ কাটুক
জাগতিক সুখ ওদের ঋদ্ধ করুক।
আমার আকাশে কবে জোসনার বান ডেকেছিল
কবে ফুরফুরে চাঁদ বিষণœতা বিলিয়েছিল
তারপর আঁধার খেল পেটপুড়ে আলো
শুধু আমার রইল বিষণœতা অবশিষ্ট।
আমি অমাবস্যার ঘুঁটঘুঁটে আঁধারে শুধু হাঁটি অবিরাম !
লেখা: ১৯ জানুয়ারি-২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।