আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদের প্রখর বেলুনগুলো

..

দ্রোহে নেই বিদ্রোহেও নেই সন্ধিতে আছি; ভাঙ্গতে পারিনা তাই নির্মাণে আছি। সৃষ্টির আনন্দ শুধুই নির্মমতায়? নয়নমোহন ওই যে কাঠঠোকরা পাখীটি--- সেও কেমন নিষ্ঠুর হয়ে ওঠে ! ঠোঁটের আদরে আদরে ছিন্ন করে গাছের বাকল বৃক্ষের পাঁজর ভাঙ্গে ঠোকরে ঠোকরে। শেষপর্যন্ত---- ঠাকুরমার ঝুলির ছেঁড়া পাতাগুলো প্রবল বাতাসে উড়ে যেতে থাকে সেই সুনসান মাঠে--হতবিহ্বল পাঠক ছাড়া আর কেউ থাকেনা; গল্পটি শেষ হয়নি.................................................................. বিষাদের প্রখর বেলুনগুলো বাতাসে ছড়িয়ে দিলে আকাশের নয়নাভিরাম আতশবাজি হয়ে গেল; বিমোহিত জনতার তুমুল করতালি বাজে-- -------বাহ্‌! -------বেশ! -------ভালইতো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।