আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির মাঝে তুমি বরেন্য

কবিতা মনের কথা বলে।

সতত তোমার কথা জাগ্রত এ মনে বল কি করে তোমায়,ভুলি কেমনে? যা কিছু তুমি করেছ দান, সে তো সীমাহিন অম্লান,অপুরনীয় এ ধরনীপরে। তুমি জাগ্রত সতত এ হৃদয়ে মম দীপ শিখা জ্বালায়ে,নব তারৃন্যের সন্চারে, ভূবন মন্ডলে ঘুমন্ত গিড়ির মর্মে কাদাঁয়ে। জাগ্রত রবির ত্যাজদীপ্ত শিখায় মোরা সিক্ত নহি, শ্মাশত রবির আলোকে অভিসিক্ত এ অন্তর মম, স্মৃতির মন্থনে তুমি চীর ভাস্মর এক অগ্নি শিখা। আজ স্মৃতির নব জাগরন,হারানো বেদনায় নয়, তোমার দিগন্তে সন্তরনে অর্জনে নব ধরা, রচিতে আরতি তব,তব ভূধরে পশিয়া সপ্তর্ষি। শ্রদ্ধার অর্ঘ্য বিরচনে আজি এ স্মরন করি, তোমার মহান কীর্তি গভীর আশ্লেসে। আজ হারানো নয় ,যেন পাওয়া আজ নব অর্জন যা কিছু পাওয়া তোমার ত্বরে,এ নিখিল মন্ডলে পরিবৃত। মলয় সমীরনে আসে তব বার্তা বসন্তের নব ধারায় পুলকিত অন্তরে মম, তুমি অক্ষয় অম্লান রবির আতপ তপনে, শশির স্নিগ্ধ সুশুমায় বিশ্ব সংসারে- রচনায় বন্দনায় পুত পবিএ আয়োজনে আজিকে এ দিনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।