ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সঙ্গীতের বাণিজ্যিক ব্যবহারকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
সেইসঙ্গে মোবাইল ফোন অপারেটর- গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে ৫০ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও কিডনি রিসার্চ সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থ অনুদান হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহ্বুবের বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী কালিপদ মৃধার দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়।
২০০৬ সালে জাতীয় সঙ্গীতকে রিংটোন, ওয়েলকাম টিউন ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে কালিপদ মৃধা এ রিট আবেদনটি দায়ের করেন।
তার পক্ষে আবেদনটির উপর চূড়ান্ত শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার খুরশিদ আলম সরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।