আসুন, বাংলাদেশের লিটলম্যাগাজিন আলোচনায় অংশ নিই
সরসিজ আলীম
কাঁটাবনস্থ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে বর্ষার বইমেলার আজ ৪র্থ দিন অতিবাহিত হলো। এই কয়দিনে বর্ষার বইমেলা একটা বিশেষ উৎসবের আমেজে সেজে উঠেছে। পাঠক ঘুরে ঘুরে বই দেখছেন। ভালোলাগা বইটা সংগ্রহ করছেন। ভালোলাগা বইটা প্রয়োজনীয় বইটা দেখে যাচ্ছেন।
আরো কয়েকবার মেলায় আসবেন, পছন্দের বইগুলো সংগ্রহ করবেন ব’লে জানাচ্ছেন। লেখকরা বারবার করে ঘুরে যাচ্ছেন। আড্ডা দিচ্ছেন। তাদের পরিচিত পাঠকের সাথে কথা বলছেন। লেখক, পাঠকের উচ্ছ্বাসে ভরপুর বইমেলা প্রাঙ্গণ।
এ মেলাতে ২/১ নতুন বইও প্রকাশিত হচ্ছে। তাই এ মেলাকে ঘিরে পাঠক-লেখকের আগ্রহ ও উৎসাহও বাড়ছে।
আজকের আলোচ্য বিষয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন মিলা মাহফুজা ও মোঃ আব্দুর রাজ্জাক। শ্যামলী সুলতানা, নুরুন-নবী শান্ত ও মাহমুদ নাসির কবিতা আবৃত্তি করলেন। কবিকণ্ঠে কবিতা পাঠ করলেন মাহফুজুর রহমান সৌরভ।
মেলায় নিয়মিত উপস্থিত হচ্ছেন আহসান হাবিব, টোকন ঠাকুর, মুজিব মেহদী, চন্দন চৌধুরী, সিদ্ধার্থ শংকর ধর ও অসংখ্য তরুণ কবি-সাহিত্যিক।
বর্ষার বইমেলাতে ৫ম দিনের আলোচনার বিষয় থাকছে বাংলাদেশের লিটলম্যাগাজিন। আলোচক থাকছে লিটলম্যাগ সস্পাদক সরকার আশরাফ, ফিরোজ বাবু, চন্দন চৌধুরী সহ আরো অনেকেই। কবিতা, গান, আড্ডা তো থাকছেই। মেলায় আসুন।
ভালো থাকুন।
মেলা শুরু হয়েছে ০১ আগস্ট, চলবে ১০ আগস্ট ২০১০ অবধি। সকাল ১১:০০টায় শুরু হয়ে রাত ৮:০০ নাগাদ চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।