Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!
এখনকার দুঃসময়ে, আমরা সাধারণ ও "নাম মাত্র" মুসলিমরা, নিজেদের দ্বীন, অর্থাৎ, ইসলাম সম্বন্ধে বলতে গেলে কিছুই জানি না। অথচ, অনেকেরই উত্তরাধিকার অথবা অভ্যাসবশত ইসলামের প্রতি এক ধরনের মমত্ববোধ থাকে। কোন একটা ইস্যুতে যখন কাফির-মুশরিক-নাস্তিকরা,** ইসলাম বা ইসলামকে-ভালোবাসা কোন মুসলিমের উপর চড়াও হন, তখন তাদের হৃদয়ে একধরনের রক্তক্ষরণ হয়। অথচ, তারা বোঝেন না, বা ভেবে পান না যে, কোথায় গেলে তারা একটু আশ্রয় পাবেন - কে তাদের মনে নাস্তিক-সৃষ্ট সংশয় বা সন্দেহগুলো নিরসন করে একটু প্রশান্তি এনে দেবে।
এই তো দু'দিন আগেও হঠাৎই একটা ফিৎনা দেখা দিল।
সারা জনমের জানা তথ্যের ভিত যেন নড়ে উঠলো - একদম অনাকাঙ্খিত একটা গোষ্ঠী থেকে কেউ "ফতোয়া" দিতে চাইলো: ইসমাঈল (আ.) নন বরং ইসহাক (আ.)-কে কুরবানী করার কথা ছিল।
মাননীয় পাঠক - আমি নিজের জীবনের ইসলামের পথে যখন চলতে শুরু করি, তখন আমারও এমন অবস্থায় বহুবার পড়তে হয়েছে - বিশেষত ইসলামের উপর পশ্চিমা লেখক তথা orientalist-দের বই পড়তে গিয়ে। তাদের অনেকেই ইসলামকে খুব সুন্দর ও ইতিবাচকভাবে উপস্থাপন করে থাকেন - যা পড়তে গিয়ে, অনেক সময়েই মুসলিমরা মুগ্ধ ও কৃতার্থ বোধ করেন। তথাপি, ঐ সব লেখায়ই দেখা যায় যে, খুব সুচারুভাবে এমন কিছু বক্তব্য সংযোজিত হয়, যা পড়লে একজন সাধারণ ও "নাম মাত্র" মুসলিমের মনে এমন সংশয় বা সন্দেহ দেখা দিতে পারে - যা থেকে তিনি ultimately ঈমানও হারাতে পারেন। এসব সমস্যার সমাধান একটাই - জ্ঞান অর্জন! কিন্তু সেই জ্ঞান অর্জন করতে একজন "ব্যস্ত" মানুষের যত সময় লাগবে, তাতে সন্দেহের পোকাটা হয়তো তার ঈমানের "হাল-খাতা" পুরোটাই কুরে কুরে খেয়ে ফেলবে।
ইসলামের ওপর আহলে কিতাব (ইহুদী/খৃষ্টান) ও অন্যান্য কাফির-মুশরিকদের cunning attack-এর বিষয়বস্তুগুলো বেছে নিয়ে, সেগুলোর অনেকগুলোর জবাব দেয়া হয়েছে নীচের সাইটে:
www.islamic-awareness.org/
আশাকরি আপনাদের কাজে লাগবে ইনশা'আল্লাহ!
**Disclaimer: অন্য কোন লেখায় আগে বলেছিলাম - আবারো বলছি, কাফির বা মুশরিক কোন গালি নয় - বরং ঈশ্বরে বিশ্বাস করেন না, এমন যে কারো state of being, ঠিক যেমন "মুসলিম"ও হচ্ছে, যিনি আল্লাহ্ ও তার রাসূল(সা.) এবং তাঁর আনীত বাণীতে বিশ্বাস করেন, তার state of being। "কাফির"-এর সাদামাটা অর্থ হচ্ছে "অবিশ্বাসী" - একজন অবিশ্বাসীকে, অবিশ্বাসী বললে তার রাগ করা উচিত নয় - ঠিক যেমন আমাকে "মুসলিম" বা "বিশ্বাসী" বললে আমার রাগ করার প্রশ্নই ওঠে না!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।