নিজ চরিত্র বদলান দেশ বদলে যাবে।
রাজাহাঁটি নিয়ে বিপাকের শেষ ছিল না। দুই স্ত্রীকে হত্যা এবং আরেক স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অপরাধে অবশেষে তাকে শাস্তি হিসেবে ব্যাচেলর জীবন যাপনে ব্যাধ্য করা হচ্ছে।
যুক্তরাজ্যের সামারসেটের হেস্টাকোম গার্ডেনসে রাজহাঁসটির আবাস। তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর।
হাঁসটির সঙ্গে বিচরণের এক পর্যায়ে তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। এরপর তাকে সঙ্গী হিসেবে আরেকটি রাজহংসী দেওয়া হয় । সেটি তিনটি ছানার জন্ম দেয়। কিন্তু স্বামীপ্রবরের ভয়ংকর স্বভাবের কথা চিন্তা করে রাজহংসীটি ছানাদের নিয়ে পালিয়ে যায়। পরে তাকে আরেকটি রাজহংসী দেওয়া হয়।
কিন্তু নতুন সঙ্গিনীর ওপর চড়াও হয় সে এবং রাজহংসীকে ঝেঁটিয়ে এলাকাছাড়া করে। এর কিছুদিন পর রাজহংসীটি মারা যায়।
হেস্টারকোম গার্ডেনসের প্রধান নির্বাহী ফিলিপ হোয়াইট জানান, রাজহাঁটির তিনটি সঙ্গী ছিল। কিন্তু কারো সঙ্গেই তার সম্পর্কের পরিণতি ভালো হয়নি । তাই বাধ্য হয়েই এবার তাকে আর কোন সঙ্গী ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে্
কালের কন্ঠ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।