ওরা তো বাংলাদেশকে ভারত ভাবতে শুরু করে দিয়েছে। আজ মামলা করেছে, না জানি কবে হামলা করে।
কোরবানি নিয়ে পবিত্র কোরআনের ব্যাখ্যা দাবি করে হাইকোর্টে দেব নারায়ণ মহেশ্বরের রিট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন ইসলামী সংগঠন। পৃথক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, এ রিটের মাধ্যমে সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। তারা অবিলম্বে এ রিটকারী এবং তার মদতদাতাদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
এতে ব্যর্থ হলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
মুফতি আমিনী : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেন, যে কুলাঙ্গার এ মামলা করার দৃষ্টতা দেখিয়েছে এবং যে বিচারপতিরা তা গ্রহণ করেছে তারা উভয়ই সমান অপরাধী। কোরআনের শুদ্ধতা নিয়ে একজন মামলা করল, আর দেশের উচ্চ আদালত তা গ্রহণ করে নিলেন, মুসলমান
অধ্যুষিত এ বাংলাদেশে এটা শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই সম্ভব হয়েছে। তিনি বলেন, অচিরেই তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে এ ধরনের কুলাঙ্গারের সংখ্যা বাড়তেই থাকবে। যদি এ মামলা আর অগ্রসর হয় কোরআন ও ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট কোনো রায় দেয়ার দুঃসাহস দেখায়, তাহলে সারাদেশে আগুন জ্বলবে।
হরতাল হবে। সরকারের পতন হবে।
চরমোনাই পীর : ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, এ রিট দেব নারায়ণের নয়, এটা বিশ্বের দেড়শ’ কোটি মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। দেড় হাজার বছর পর কোরআনের চ্যালেঞ্জ করার এখতিয়ার কারও নেই। অবিলম্বে দেব নারায়ণকে গ্রেফতার করে শাস্তি দিতে ব্যর্থ হলে সরকারকে চরম মূল্য দিতে হবে।
জমিয়তে উলামা : ২৪ ঘণ্টার মধ্যে দেব নারায়ণকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নতুবা উদ্ভূত যে কোনো কঠিন পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শায়খ আবদুল মোমিন, নির্বাহী সভাপতি মাওলানা মুহিউদ্দীন খানসহ নেতারা এক বিবৃতিতে এসব কথা বলেন।
নেজামে ইসলাম পার্টি : নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রকিব ও মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, পবিত্র কোরআনের ভূল আবিষ্কার ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের হাইকোর্টে সংশোধনীর আবেদনকারী ঔদ্ধত্যের সব সীমা অতিক্রম করেছে।
এছাড়াও দেব নারায়ণের ঐদ্ধত্যের প্রতিবাদ জানিয়েছেন, ছাত্র জমিয়তের সভাপতি ওয়ালী উল্লাহ আরমান ও সেক্রেটারি ফেরদৌস মাহমুদ, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের শিক্ষকমণ্ডলী, বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাহফিজে হারামাইন পরিষদসহ বিভিন্ন সংগঠন ও সংগঠনের নেতারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।