আমাদের কথা খুঁজে নিন

   

সর্বনাশ!!!

তিথি

শতাব্দীর সবচেয়ে প্রাচীণ এবং সর্বাধুনিক সাবজেক্ট সম্ভবত প্রেম ভালবাসা। কবিতার জন্মই নাকি কাঁচা বয়সের প্রেম থেকে। ট্রয় ধ্বসে যায়, ব্রিটেনের সুখী রাজ পরিবারের ভিত নড়ে উঠে প্রেমের কারণে। তবুও বলি, প্রেমের কোন সৃষ্টি ক্ষমতা নেই, যতটুকু তার ধ্বংসের ওপর। বৈষ্ণবীয় দৃষ্টিতে, কদম্বের মূলে রাধা কৃষ্ণের চারি চক্ষের মিলনে যে প্রেম রচিত হয়েছিল, সেটাই নাকি শ্রেষ্ঠ প্রেম।

আমরা আমাদের জীবনের যে সময়টা ব্যক্তিক প্রেমে ব্যয় করি, সেটুকু যদি সার্বজনীন প্রেমে বিলিয়ে দিতে পারি- তবেই আমাদের মুক্তি। তথাপি ভালবাসা বেঁচে থাকুক, তার সমস্ত রূপ, রং, রস, বর্ণ, গন্ধ নিয়ে। এতে মোহাবিষ্ট হব আমরা বারবার। কিন্তু আকন্ঠ ডুবে গেলেই সর্বনাশ। যতদিন শিখবনা এই মন্ত্র এমনি করে ডুবতেই থাকবো।

তত দিন সর্ব কিন্তু নাশ হতেই থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।