আমাদের কথা খুঁজে নিন

   

আমার সর্বনাশ......

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

আমাদের কোয়ার্টারে আমাদের ফ্ল্যাটটার পেছনে নিজের মতন বেখেয়ালে দাঁড়িয়ে আছে দুটো পলাশ ফুলের গাছ। ছোটবেলায় যখন 'আমায় গেঁথে দাও না মা গো একটা পলাশ ফুলের মালা' গানটা শিখেছিলাম তখন থেকেই ভীষণ ইচ্ছে ছিল পলাশ ফুল দেখবার। এখন তো অপ্রশস্ত বারান্দাটায় গিয়ে দাঁড়ালেই লাল লাল থোকা থোকা পলাশ দেখি। শীতের শুরুতেই পাতা ঝরে গাছ দুটো ন্যাড়া হয়ে যায়।আর যখন শীত যাই যাই করে,বসন্ত শোনায় আগমনী গান তখন তখন একটা দুটো করে ফুটতে থাকে পলাশের পাঁপড়ি। যেন কম্বলের ভেতর থেকে আড়মোড়া ভেঙে জেগে ওঠে।তারপর ফাগুন যখন পুরোপুরি জায়গা করে নেয় প্রকৃতির ভাঁজে ভাঁজে,দুটো গাছে যেন আগুন লেগে যায়. . . . . . . . . .শুধুই লাল,শুধুই লালের মায়া। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ গেয়ে উঠি- কেউ বলে ফাগুন,কেউ বলে পলাশের মাস আমি বলি আমার সর্বনাশ. . . . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।