আমাদের কথা খুঁজে নিন

   

নোবিপ্রবিতে দু গ্র“পের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ ছাত্র আহত অভিযুক্ত ৫ ছাত্রকে সাময়িক বহিস্কার করা হয়েছে



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে দু গ্র“পের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ ছাত্র আহত হয়েছে। অভিযুক্ত ৫ ছাত্রকে সাময়িক বহিস্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানান, গত বৃহস্পতিবার অমিত গ্র“পের আদনানকে মারধর করার জের হিসেবে আজ সকালে মঈদ গ্র“পের ওপর তারা হামলা চালায়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত একটি বাস জেলা শহর মাইজদী থেকে ক্যাম্পাসে যাবার পথে বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ির গতিরোধ করে অমিত গ্র“পের সদস্যরা মঈদ গ্র“পের সদস্যদের ওপর হামলা চালায় এবং বাসটি ভাংচুর করে। হামলায় মঈদ গ্র“পের তানজিদ শিকদার, আমির হামজা ও শিশির পাল আহত হন। তাদের ৩ জনকেই নোয়াখালী জেণারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মমিনুল হক জানান, এটা কোনো দলীয় বিরোধ নয়, ব্যাক্তিগত কোনো বিরোধ হতে পারে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের জরুরি সভায় অভিযুক্ত আবদুল মাজেদ ভূঁঞা, মেহেদী হাসান, জহিরুল ইসলাম, মো. মেসকাতুর রহমান এপ্লায়েড কেমিস্টির দ্বিতীয় বর্ষের ছাত্র, অপর ছাত্র মো. রায়হান গোফরান ফিশারিজ বিভাগের ছাত্র বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দেবাশীষ সাহা জানিয়েছেন। অভিযুক্ত ৫ ছাত্রকে সাময়িক বহিস্কার করা হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও মঈদ ও অমিত উভয়ই দীর্ঘদিন ধরে ছাত্রলীগের পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।