আমাদের কথা খুঁজে নিন

   

নোবিপ্রবিতে নবীনবরণ-২০০৯ অনুষ্ঠিত



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০০৮-০৯ ব্যাচের ছাত্রছাত্রীদের নবীনবরণ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেরস ড. সঞ্জয় কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান, নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এবং সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম উপস্থিত ছিলেন। স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক। অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পুরাতন ও নতুন ব্যাচের ছাত্রছাত্রীগণ বক্তৃতা করেন। প্রধান অতিথি নবীন ছাত্রছাত্রীদের নোবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং তাদেরকে ভালো, সৎ, যোগ্য ও সর্বোপরি দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাবলী সমাধানের বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং এ বিশ্ববিদ্যালয়কে একটি রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি নবীন ছাত্রছাত্রীদেরকে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন অচিরেই বিশ্ববিদ্যালয়ের সমস্যাবলী সমাধান করা যাবে এবং এ বিশ্ববিদ্যালয় একটি রাজনীতিমুক্ত একটি বিশ্ববিদ্যালয়রূপে আত্মপ্রকাশ করবে। পুরাতনদের মধ্য থেকে অমিতাভ রায়, শাহরিয়ার শাওন এবং শোভন ভট্টচার্য নবীনদের স্বাগত জানিয়ে এবং নবীনদের পক্ষ থেকে নবীন ছাত্র বাহারুল হক পল্লব আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষে নতুন ও পুরাতন ব্যাচের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।