আমাদের কথা খুঁজে নিন

   

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রোববার ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা ক্যম্পাসে এ কর্মসূচি চলাকালে শিক্ষকদের অবরুদ্ধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে দুই ঘণ্টা শিক্ষার্থীরা ‘প্রকৌশলী শিক্ষক চাই, একটাই মোদের দাবি-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তোমার আমার দাবি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি’ স্লোগন দেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কাটাকাটি হলে শিক্ষকরা তাদের বহিষ্কারের হুমকি দেন। এতে ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা ৫-৬ জন শিক্ষককে বিভাগের ভিতর তালাবদ্ধ করে রাখেন।
পরে অন্য বিভাগের শিক্ষকরা ছাত্রদের বুঝিয়ে তালা খুলে অবরুদ্ধ শিক্ষদের উদ্ধার করেন।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে বর্তমানে সাড়ে তিনশ’ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
কিন্তু আট বছর পেরিয়ে গেলেও বিভাগটিতে নতুন শিক্ষক হিসেবে কোনো কেমিকৌশলীকে নিয়োগ দেয়া হয়নি। ল্যাবটিকে আজো আধুনিকায়ন করা হয়নি।
তাছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না দেয়ায় ইতোমধ্যে যেসব শিক্ষার্থী চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন, তারা কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা ও বৈষম্যের শিকার হচ্ছেন।
এ ব্যপারে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রধান ড. মুহাম্মদ ইউসুফ মিঞা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো সমাধানে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া হবে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।