আমাদের কথা খুঁজে নিন

   

লিরিক খোঁজার অসাধারণ সফটওয়্যার

ব্লগিং করতেই চাই, তবে সেটা একেবারে, নিরীহ ও মিনমিনে উপায়ে।

Evil Lyrics এদের ওয়েবসাইটঃ http://www.evillabs.sk/evillyrics/ ডাউনলোড ফাইলঃডাউনলোড এই সফটওয়্যারটার সুবিধা হল এটা যেকোন অডিও প্লেয়ারের সাথে চলে, এমনকি এমনিই চালানো যায়, কারণ এটা একটা স্ট্যান্ড-অ্যালোন সফটওয়্যার, কোন প্লাগইন নয়।হুব সহজে খোঁজা যায়, অনেকগুলো ওয়েবসাইট থেকে নামাতে পারে, কোন একজায়গায় না পেলে আবার খোঁজা যায় খুব সহজেই। লিরিক নামাতে এখন পর্যন্ত যত সফট দেখলাম, এটাই সব চেয়ে নিরাপদ।আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা নিজে নিজে specified folder এ লিরিক জমা করেও রাখে, কাজেই একই গান এর জন্য আবার ইন্টারনেট থেকে খোঁজা দরকার পড়েনা, অফলাইনে থেকেও লিরিক পড়া যায়। Lyrics Plugin এদের ওয়েবসাইটঃ http://www.lyricsplugin.com/ এটা প্লাগইন, ব্যাবহার এভিল লিরিকের চেয়েও সুবিধাজনক, তবে এটি লিরিক নামাবে নিজস্ব ডাটাবেস থেকে, কাজেই লিরিক খোঁজার ক্ষেত্রটা একটু সীমিত হয়ে যায়, উপযুক্ত লিরিক নাও পাওয়া যেতে পারে। আর উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে যদিও মোটামুটি ভালোই চলে (মাঝে মাঝে হারিয়ে গেলেও)কিন্তু অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ সেভেন হয়, তাহলে উইনএ্যাম্প এ কাজ করবেনা। কেন জানি এর ডেভেলপার এটি আপডেট করছেননা, তাই এই ঝামেলাটা হচ্ছে। এর আগে এটি ব্যাবহার করাটাই সবচেয়ে সুবিধা ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.