বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
অনেক আগে থেকেই বিবিসি বাংলা রেডিও শুনি।
অনেক সুন্দর সুন্দর কথা বলা মানুষ।
শেখার আছে অনেক কিছু।
উচ্চারণ আর বাচনভঙ্গীর জন্য বিবিসি বাংলা রেডিও শুনে অভিভুত হতাম।
এক দিন নতুন এক জন পাঠক এলেন। অনেক সুন্দর তার গলার স্বর।
কিন্তু সমস্যা একটাই । কথা বলার সময় অযথাই "অ্যাঁ, অ্যাঁ" করেন তিনি।
আমার খুব বিরক্ত লাগত। এমন সুন্দর আর মধুর স্বর। অথচ কথা বলতে পারেন না অনর্গল।
বিবিসি মনে হয় আমার মন পড়তে পেরেছিল। শেখ সাদী নামক সেই পাঠক আর বিবিসি-তে থাকলেন না।
অনেক সু্ন্দর একটা কণ্ঠ হারাল শ্রোতারা ।
ঢাকার বেসরকারী টিভিগুলোর অনেক স্পট কাস্টারের কথায়ও অযথাই "অ্যাঁ, অ্যাঁ" থাকে।
তারা কি এটা বুঝতে পারেনা না যে এই ভাবে অযথাই "অ্যাঁ, অ্যাঁ" করলে মানুষ বিরক্ত হয়?
বাংলা অনেক সুন্দর একটি ভাষা।
ভাল ভাবে বাংলা বললে কি যে মধুর লাগে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।