আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্ট সেক্টর:বর্তমান,ভবিষ্যত

আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।

আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ

শ্রমিকরা তাদের অধিকারের জন্য রাজপথে লড়বে । আন্দোলন করবে । বুকের তাজা রক্ত ঢালবে ।

মালিকেরা তাদের দাবী-দাওয়া মানবেনা । তারপর কি হবে..................? দীর্ঘ স্হগিতের কারনে বিদেশী রা বিরক্ত হয়ে তাদের বিনিয়োগ গুটিয়ে নেবে । মালিকরা লোকসানে পড়ে তাদের প্রতিষ্টান বন্ধ করতে বাধ্য হবে । ফলে হাজার হাজার শ্রমিকরা বেকার হয়ে পড়বে । দেশ থেকে গার্মেন্টশিল্প নামটা হারিয়ে যাবে ।

দেশ আগের অবস্হানে ফিরে যাবে................. বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে । হাজার হাজার মানুষেরা না খেয়ে মারা যাবে........................ ওপারে দাদারা দেশের তামাশা দেখে নিরবে মুচকি হাসবে................ এতে কি হবে বাংলাদেশের..? কিছুই না । স্বাধীন দেশ পরাধিন হয়ে পড়বে ? বাঘ বিড়াল হয়ে যাবে............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.