Change the World
সম্প্রতি টেক জায়ান্ট ইনটেল লেজার সংযোগনির্ভর সিলিকন ভিত্তিক অপটিক্যাল ডেটা কানেক্টর উদ্ভাবন করেছে। জানা গেছে, এই ডিভাইসটি প্রতি সেকেন্ডে ৫০ গিগাবাইট ডেটা ট্রান্সফার করতে পারে। খবর গিজম্যাগ-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ডিভাইসটি তামার তারের মাধ্যমে পাঠানো ইলেকট্রন সংকেতের পরিবর্তে আলোক সংকেত পাঠায়।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বর্তমান কম্পিউটার ব্যবস্থায় তামার তারের মাধ্যমে সংকেত পাঠানো হয়।
ফলে বিভিন্ন সময় সংকেত বাধা পায় এবং দূরত্ব বাড়লে সমস্যা হয়। এই সমস্যারই সমাধান করতে সক্ষম ইনটেলের এই নতুন ডেটা কানেক্টর।
ইনটেল জানিয়েছে, ধাতব পরিবাহীর বদলে সরল অপটিক্যাল ফাইবার ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে এই ডিভাইসটি। ভবিষ্যতের সুপার কম্পিউটারও এই প্রযুক্তিতেই চলবে। উল্লেখ্য, ইনটেলের ডেটা কানেক্টর সিলিকন ট্রান্সমিটার এবং রিসিভার চিপের সমন্বয়ে তৈরি।
ইনটেলের বরাতে আরো জানা গেছে, এ ট্রান্সমিটারে প্রতি সেকেন্ডে সাড়ে ১২ গিগাবাইট ডেটা পাঠাতে সক্ষম এমন ৪টি লেজার ব্যবহার করা হয়েছে। এই ৪টি লেজার রশ্মি একসঙ্গে ৫০ গিগাবাইট ক্ষমতায় ডেটা পাঠাতে পারে।
ইনটেলের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ডিভাইস ব্যবহারে ভবিষ্যতে একটি ল্যাপটপের সব তথ্য স্থানান্তর করতে স্রেফ কয়েক সেকেন্ড সময় লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।