আমাদের কথা খুঁজে নিন

   

এবার কর্মী ছাঁটাই করবে ইনটেল

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল ও ওয়াল স্ট্রিট জার্নাল পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালে কম্পিউটার চিপ বিক্রি অনেক কমে যাওয়ায় ও প্রচলিত ডেস্কটপ ও ল্যাপটপের বাজারে মন্দার প্রভাব পড়েছে ইনটেলেও। এতে আর্থিক লোকশানের কারণে কিছু সংখ্যক কর্মী ছাঁটাই করার কথা নিশ্চিত করেছে ইনটেল।
২০১৩ সালে ইনটেলে মোট কর্মীর সংখ্যা ছিল এক লাখ সাত হাজার ৬০০। কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর চলতি বছর ৫ হাজার ৪০০ কর্মী চাকরি হারাবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এক বিবৃতিতে ইনটেলের মুখপাত্র ক্রিস ক্রউটার জানান, প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থে তারা কিছু সংখ্যক কর্মী ছাঁটাই করছেন।
চিপসেটের বাজারে অবস্থান ধরে রাখতে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করে সর্বাধুনিক প্রযুক্তির চিপসেট তৈরি করবে ইনটেল। চলতি সপ্তাহে অ্যারিজোনায় ‘ফ্যাব ৪২’ নামে একটি চিপ ফ্যাক্টরি চালুর কথা জানিয়েছে ইনটেল। এতে নতুন করে কিছুসংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.