ডেস্কটপ, ট্যাবলেট ও স্মার্টফোনের পর নতুন পণ্যের চিপ তৈরি করছে ইনটেল। স্মার্ট ওয়াচ ও ব্রেসলেটের জন্য ইনটেলের তৈরি ‘কোয়ার্ক’ নামের এই ক্ষুদ্রাকার মাইক্রোচিপ খুব কম শক্তিতে চলবে। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইনটেলের প্রেসিডেন্ট রেনে জেমস জানিয়েছেন, ২০১৪ সালে নতুন প্রযুক্তির মাইক্রোচিপ বাজারে আনবে ইনটেল। এই চিপ বায়োমেডিক্যাল যন্ত্রে ব্যবহার করা যাবে।
কম্পিউটারের ক্ষেত্রে ইনটেলের প্রসেসর পরিচিত নাম হলেও স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে এখনও নিজেদের অবস্থান শক্ত করতে পারেনি ইনটেল। রেনে জেমস এ প্রসঙ্গে জানিয়েছেন, ইনটেল পরবর্তী বড় পণ্যের বাজারে আগে-ভাগেই থাকতে চায়।
ইনটেলের দাবি, ট্যাবলেট ও স্মার্টফোনে ব্যবহূত ইনটেলের অ্যাটম চিপের চেয়ে কোয়ার্ক পাঁচ গুণ ছোটো এবং ১০ গুণ শক্তি-সাশ্রয়ী হবে। |
এদিকে, মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছেন যে, ২০১৪ সাল হতে যাচ্ছে পরিধেয় প্রযুক্তিপণ্যের বছর। আগামী বছর অ্যাপল, গুগল, স্যামসাংসহ এক ডজনের বেশি প্রতিষ্ঠান স্মার্ট ওয়াচ বাজারে আনতে পারে।
স্মার্ট ওয়াচের জন্য চিপ তৈরিতে ইনটেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কোয়ালকম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।