এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সম্প্রতি লাস ভেগাসের কনজুমার ইলেকট্রনিক শো’তে (সিইএস) ইনটেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রজানিক এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং গোটা প্রযুক্তি সেক্টরেই বিষয়টি মেনে চলার আহবান জানান।
চিপ নির্মাণে স্বর্ণ, টাংস্টেন এবং এ ধরনের অন্যান্য খনিজ ব্যবহৃত হয়। এসব খনিজের বেশিরভাগই আফ্রিকার কঙ্গো এবং তার পার্শ্ববর্তী দেশগুলো থেকে সংগ্রহ করা হয়। খনিজগুলোর উৎপাদন এবং বাণিজ্যের ক্ষেত্রটি প্রায়ই সশস্ত্র দলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এমনকি এসব খনিজ উৎপাদনে শিশুদেরও কাজ করানো হয় যা মানবতাবিরোধী একটি কাজ।
এ প্রসঙ্গে ক্রজানিক জানিয়েছেন, ইস্যুটি সিইএস-এ আলোচনা করার মতো বিষয় নয়, কিন্তু তার কাছে বিষয়টি ‘গুরুত্বপূর্ণ’।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের উপাদানের উৎস সম্পর্কে অনুসন্ধান করার জন্য আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের পরেই ইনটেল তাদের নতুন এ নীতিটি নির্ধারণ করেছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
তবে গত বছর ইনটেলের দায়িত্ব হাতে নেওয়া ক্রজানিক সিইএস-এর দর্শকদের জানিয়েছেন, ইনটেল বেশকিছু বছর ধরেই তাদের চিপ তৈরিতে ব্যবহৃত উপাদানগুলোর উৎস খুঁজে বের করার চেষ্টা করছিল।
বেশকিছু আইনি জটিলতায় থাকা জন ম্যাকাফিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে একমত হয়েছেন। এ বিষয়ে ম্যাকাফি জানিয়েছেন, তিনি ইনটেলের এ উদ্যোগে গর্বিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।