আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু দিবসে বোকা বোকা ভাবনা ৫



বন্ধুত্বের জন্য মাথা খুড়ে মরি আমরা আজীবন, অথচ এর কোন শেষ না করেই জীবনটাই শেষ হয়ে যায়। প্রতি মুহ‚র্তেই বন্ধুত্বের চাহিদা পরিবর্তন হতে থাকে আমাদের সবার। সেরকমভাবে কাউকে পাবার ইচেছ থেকেই মানুষ তার বন্ধুত্বের পরিবর্তন চায়। কাউকে একান্ত করে পাবার পরেই হয়তো তার পরিসমাপ্তি ঘটে। কিন্তু সেটাই কি সব শেষ করে দেয়! দেয় না।

নাহলে তারর্পও মানুষের বন্ধুত্বের প্রতি আকর্ষণ থেকেই যায় কেনো? আর শুধুমাত্র একজনের বন্ধুত্বে জীবন শেষ করে ফেললে তাতো এক কথায় অন্যায়। যদিও দ্বিমত পোষণ করা যেতেই পারে। একটি ভালো বন্ধুই যথেষ্ট। কথাটা যেমন ঠিক তেমনি বেঠিক। একজনের বন্ধুত্বে নিজেকে বেঁধে ফেললে নিজের গণ্ডিটাই ছোট হয়ে যাবার কথা।

শুধু তাই নয় কারো কাছে নিজেকে বেশি সহজ করে দিলে সেখানে দেখা দেয় হাজারো সমস্যা। সে যেনো তখন আমাকে পেয়ে বসে। সে যা বলবে আমি শুনতে বাধ্য এমন ভাবটাই প্রকট হয়ে দেখা দেয় বন্ধুত্বের চেয়ে। আর বিষয়টা যখন দশজনের মধ্যে তখন এ নিয়ে চিন্তা করার সময়টাই থাকবে না। শুধু তাই নয়, থাকে না তখন না পেরে সয়ে যাবার সেই দশা।

আজকে যা ভালো দুই বছর পরে তা ভালো নাও থাকতে পারে। কাজেই একজনের সঙ্গে বন্ধুত্ব করে নিজেকে অসহায় করে ফেলার কোন কারণ থাকতেই পারে না। হাতে গোণা খুব কম কিছু উদাহরণ ছাড়া আমাদের চারপাশে এমনটাই ঘটতে দেখা যাচ্ছে হরহামেশা। কিভাবে কিভাবে যে সবাই আত্মকেন্দ্রিক হয়ে যায়, ভাবতে অবাকই লাগে। তবে টাকা দিয়েই যেখানে সবাই আত্মকেন্দ্রিক হতে চায় সেখানে কি আর বলার থাকতে পারে।

আত্মিক উন্নতির নামে আত্মকেন্দ্রিকতা!!!! বেশ ভালোই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.