আমাদের কথা খুঁজে নিন

   

সাগরের মরূদ্যান

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/ Oasis of the Seas ২০০৯ সালের ডিসেম্বরে সাগরে নামানো হয়। Oasis of the Seas ই পৃথিবীর সবচেয়ে বড় ও most revolutionary জাহাজ। এই জাহাজটি তৈরির পরিকল্পনা করে করে Royal Caribbean,। এই Oasis of the Seas জাহাজটির ১৬টি ডেক আছে, যার উচ্চতা পানির লেভেল থেকে ২১৩ ফিট বা ৬৫ মিটার থাকে।

এটি ১,১৮০ ফিট লম্বা আর ১৫৪ ফিট প্রস্থে। এর ধারণ ক্ষমতা ৬,৩৬০ যাত্রী ও ২,১৬০ ক্রু, সর্ব মোট ৮,৫২০জন। মূলত Oasis of the Seas একটি চলমান luxurious শহর ব্যতীত কিছু নয়। জাহাজটিতে আছে, একাধিক শপিং স্ট্রিট, বাড়, রেস্টুরেন্ট। আছে একটি বিশাল সাইজের ফুটবল মাঠও।

স্বপ্নের এই Oasis of the Seas এর কিছু ছবি দেখেনেন এক নজরে। এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।