আমাদের কথা খুঁজে নিন

   

সাগরের উপরে কফি

আমার ব্যক্তিগত ব্লগ

কক্সবাজারে, নতুন বীচে, সাগরেরর খুব কাছে, বালির উপর, বাধেঁর সাথে কাঠের গুড়ির উপর সুন্দর বড় বারান্দা দিয়ে ঘেরা কাঠের রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। দেখতে বেশ সুন্দর। সন্ধ্যার পর জোয়ারে সময় সাগরের ঢেউ রেস্টুরেন্টের নিচে চলে আসে। তখন কাঠের সেই রেস্টুরেন্টে বসলে আপনি দেখবেন তিন পাশে সাগর, মাঝে আপনি বসে আছেন। ওখানে বসে ঐ সময় এক কাপ কফি সাথে কিছু নাস্তা, আর কি চাই? আমার পরামর্শ সন্ধ্যার পর বসুন, তবে সিট দখলের ধান্ধা থাকলে সূর্যাস্ত দেখার সময়ই বসতে পারেন, চমৎকার সাগের হাওয়া, মজার নাস্তা, সুন্দর দৃশ্য, সাথে বন্ধু থাকলে আড্ডাবাজি।

ওখানে বসলে মনে হয় সাড়াদিন ওখানেই কাটিয়ে দেই। কানের কাছে সব সময় ঢেউয়ের গর্জন শুনি। সন্ধ্যার পর বসেছিলাম। ৩ কন্যার গল্পগুজব হলো। বাকিরা হোটেলে ছিল সাজগোজের জন্য (ওরা সাগরে ডুব দিয়ে গোসল করতে গিয়েছিল)।

আমার মনে হচ্ছিল সাড়া রাত ওখানেই বসে থাকি, গান গাই (চুপিচুপি)। ঐ এলাকার এক পিচ্চি গান শোনানোর ওফারও দিয়েছিল। ট্রীপ সংগীরা রাজি হয়নি। পরে শুনলাম কোথায় বসে দেশাত্মক বোধক গান গাচ্ছে। ভালই গেয়েছিল।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।