আমাদের কথা খুঁজে নিন

   

সাজিয়ে রেখেছি

অনেক কিছু জানতে ইচ্ছে করে...

সাজিয়ে রেখেছি অসিত মুকুটমনি কথা ছিল তুমি আসবে আজ চাপা উত্তেজনা নিয়ে কাটল কান্ত একটা দিন তুমি আসনি বলে পাখিরাও অপেক্ষা করে করে দূঃখ নিয়ে ফিরে গেল বাসায়, তোমাকে দেখার আশায় যারা দীর্ঘদিন শিষ দিল কামিনীর ডালে, সন্ধ্যা মালতি আমাকে অনুনয় করে বলেছিল তুমি এলেই চোখ খুলবে তারা তোমাকে দেখবে আজ সে আশাতেই ছিল, তোমার না আসাতে তারাও হয়েছে হতাশ, দূঃখ নিয়েই মেলেছে চোখ অলক্ষ্যে অশ্রুও ঝরে পড়েছে তার পাঁপড়ি বেয়ে, তুমি আসবে বলে এই মেঘমুক্ত হেমন্তের সূর্যকে বলেছিলাম লাল রাগে রাঙিয়ে দিতে পশ্চিমাকাশ তোমাকে অভিনন্দন করেই সে যেন যায় মরণের পারে। এ আশায় সে অনেক আগে থেকেই রাঙিয়েছিল আকাশ তুমি আসনি বলে সেও দূঃখ ছড়িয়ে গেছে তুমি আসনি বলে বড়ই ম্রিয়মান হয়েছে তারা, বিষন্ন হয়েছে প্রকৃতি, ফুলেরা হয়েছে আহত মান্দার গদ্ধে ভরেনি সন্ধ্যার তন্ময়তা কোলাহল স্তব্ধ হয়েছে রাগে, দূঃখে অভিমানে। নিঃসঙ্গ কয়েদির মতো আমিও শব্দহীন নির্জন বারান্দায় বসে থেকেছি পথ চেয়ে যদি তুমি ঠিকানা ভূল করে অনত্র চলে যাও তাই ফেরাইনি চোখ অন্য কোন দিকে এই ভেবে, কার্তিকের পূর্ণিমাকে ও বলে রেখেছিলাম সাঁঝ এলে সে যেন তোমার আসার পথে আলো ঢেলে দেয় যাতে তোমার সুন্দর মূখ অপার স্নিগ্ধতায় ভরে যায় আরও সুন্দর হয়ে ফুটে ওঠে সোনালী গোলাপের মতো বাতাসকে বলেছিলাম শান্ত হিমেল হাওয়া বুলিয়ে দিতে তোমার দেহ ও মনে যেন স্ফটিকের মতো ঘাম শুকিয়ে যায় শীতলতায় তুমি আসনি বলে তারাও দূঃখ ছড়িয়ে চলে গেছে তোমার জন্য একদিনেই লন্ড ভন্ড করেছি জীবন নিঃসঙ্কোচে সবার অল্েয করে চলেছি বিষপান অবশেষে ব্যর্থতার রাশ টেনে ছেড়েছি দীর্ঘশ্বাস তবুও তোমার আনন্দ,যন্ত্রনা ও স্বপ্নের ভেতর তোমাকে সাজিয়ে রেখেছি বসন্তের গানের মতো। ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.