আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়ই ফেইসবুক ব্যবহার করি, আর সবাই চাই ফেইসবুকে ছবিটা একটু সুন্দর দিতে, তাই তাদের চিন্তা করে আজকের টিউন অনেক ফেইসবুকের বন্ধুরা আমাকে মেসেজ দিয়ে বলে কিভাবে ছবিটা ফ্রেমে আবৃত করা যায় তার নিয়ম, অবশ্যই এই নিয়ে ফটোশপ দিয়ে আমি একটি টিউন করেছি অনেকে হয়ত ফটোশপ কম জানে তাই তারা ছবির মধ্যে আর ফ্রেম দিতে পারে নাই, আর কোন চেষ্টা করতে হবে না এবার আপনি অতি সহজে ক্লিক আর ক্লিক এর মাধ্যমে আপনার ছবিকে বিভিন্ন ইফেক্টে সুন্দর করে ফেলুন অতি সহজে।
তাহলে আসুন নিয়মটা শিখে নিই, তার আগে এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য সফটওয়্যার মত ইন্সটল করুন।
এবার সফটওয়্যার টি চালু করলে নিচের মত পেজ আসবে File>Open এ ক্লিক করে যে কোন একটি ছবি নিন আমি আমার একটি ছবি নিলাম আপনার আপনাদের যে কোন একটি ছবি নিন।
এবার Effects বাটনে ক্লি করে আপনার পছন্দের ইফেক্ট সিলেক্ট করুন,
ফ্রেম ছাড়াও ছবির মধ্যে বিভিন্ন ধরনেরClip Art দেওয়া যায়।
ইচ্ছা করলে আপনি আপনার ছবির মধ্যে লিখতে পারবেন।
সবশেষ Apply বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
আজকের মতো এই পর্যন্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।