গ্রেপ্তার এসএম আলাউদ্দিন ওরফে আলম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তিনি সংগঠনের সভাপতি মামুনুল হকের পক্ষের বলে ক্যাম্পাসে পরিচিত।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান, শুক্রবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার এলাকায় নিজ বাসা থেকে আলমকে গ্রেপ্তার করা হয়।
সংগঠনের বিরোধীপক্ষের কর্মীদের মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও সহ-সভাপতি অমিত কুমার বসুর সমর্থকদের মধ্যে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে মারামারি হয়।
পরদিন এ ঘটনায় সহ-সভাপতির পক্ষের কর্মী এএসএম মিরাজ বাদি হয়ে সভাপতির পক্ষের ছাত্রলীগ নেতা আলমসহ ১১ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় এই মামালা দায়ের করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।