বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের পক্ষের বলে পরিচিত সংগঠনের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এসএম আলাউদ্দিন ওরফে আলমকে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ।
এর প্রতিবাদে পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাস ও শাটল ট্রেন চলাচলে বাঁধা দেয়ার কর্মসূচি ঘোষণা করে সভপতি সমর্থিতরা।
অবরোধের সমর্থনে ছাত্রলীগের এই পক্ষের নেতাকর্মীরা শনিবার সকালে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন ঝাঁউতালা স্টেশনে আটকে দেয়ার চেষ্টা করে। এ সময় বিরোধী পক্ষ সহ-সভাপতি অমিত কুমার বসুর সমর্থকরা তাদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর এক পর্যায়ে অবরোধকারীরা পালিয়ে যায়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী দুটি বাসের চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয় তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের তৎপরতার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
এদিকে, মতিঝিলে হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিএনপি-জামায়াত সমর্থিত বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা।
অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা দাবি করেন, হেফাজতের ওই সমাবেশে অভিযানে সংগঠনটির তিন হাজার কর্মী নিহত এবং ১০ হাজার জন আহত হয়েছে।
আটক হেফাজত নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচারের অনুমতির দাবি জানান তারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।