রোববার ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচিতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন।
আন্দলনকারীদের একজন উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী লাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দলন চলবে।
কোটাপ্রথা বাতিলের দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে।
এছাড়া ঢাকার কেন্দ্রীয় আন্দলনের সঙ্গে সমন্বয় করে আরো নতুন কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানান তিনি।
প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের নামে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে যেতে বলা হয়।
উল্লেখ্য, বিসিএস সহ সরকারি চাকরীতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দলন করছে চবির শিক্ষার্থীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।