সোমবার দুপুরে গোলচত্বরের এ বিশ্ববিদ্যালয় শাখার নয় নেতাকর্মী আহত হয়েছে বলে ছাত্রদল দাবি করেছে।
চবি’র সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে ছাত্রদল গোলচত্বর এলাকায় মিছিল করতে চাইলে তাদেরকে ধাওয়া দেয় ছাত্রলীগকর্মীরা। পরে বিক্ষুব্ধ ছাত্রদলকর্মীরা চবি রেলক্রসিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের আটটি গাড়ি আটকে বিক্ষোভ করে।
এ সময় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটে।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সালাম মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ হামলা করে নয় জনকে আহত করেছে।”
অবশ্য চবি ছাত্রলীগের সভাপতি মামুনুল হক দাবি করেছেন, ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে চাইলে ছাত্রলীগ কর্মীরা তাদের সরিয়ে দিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বলেন, ছাত্রদলের উপর হামলার ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।