সময় কাটানোর জন্য ব্লগে লিখি
আমি জিপির ১ গিগা ইন্টারনেট ব্যবহার করি। গত মাসে এটি চালু করতে গিয়ে দেখি বার বার শুধু এস.এম.এস এ ব্যালান্স কাটে আর কোন কাজ করে না। এভাবে ৮ টাকা জলে দেবার পর গেলাম তাদের কাস্টমার কেয়ারে । তারপর এক সুন্দরীর হাতের ছোয়ায় আমার সাধের নেটখানি চালু হল। ফেরার সময় মহিলা বললেন আপনি বুদ্ধি করে এখানে এসেছেন তা না হলে পি ১ চালু হলে আপনার সহ টাকা শেষ হয়ে যেত।
আহা কি অমৃত বানি। মনে হল আমার বড়ই দায় পড়েছে তোদের নেট ব্যবহার করদত। এই না হলো কাস্টমার কেয়ার। মনে মনে বললাম ব্লগাররা একারনেই গ্রামীন ফোনকে হারামির ফোন বলে। একটু আগে ও একই কাহিনি করে আবার এ মাসের নেট চালু করলাম।
আসুন আমরা বেশি বেশি করে একই ভোগান্তির শিকার হই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।