জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা পাবার পরেও "স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার" ব্যবস্থাপনা পরিষদ এতিমদের খাবারের কোন ব্যবস্থা করেনি।
এর বদলে তারা নিজেদের সাফাই গাইতে প্রেস কনফারেন্স করেছে। সেখানে তারা বলেছে - তাদের কোন দোষ নেই!!! তারা এতিমদের বিষয়ে আন্তরিক!!!
এখন দেখা যাক - সোমবারে তারা কোর্টে গিয়ে কি করে।
সে পর্যন্ত আমরা খাওয়ার ব্যবস্থাটা চালিয়ে যাব।
এ পর্যন্ত যা সহযোগিতা এসেছে (এবং যা প্রতিশ্রুতি আছে), তাতে আপাতত আর কোন সাহায্যের প্রয়োজন মনে হচ্ছে না।
এজন্য সবাইকে সবিনয়ে (একাউন্ট বা বিকাশে) আর কোন সাহায্য না পাঠাতে অনুরোধ করছি।
সাহায্য কাজে না লাগলে, সেটা ফেরত পাঠানো ঝামেলাপূর্ণ। মাঝখান থেকে লেনদেন খরচে কিছু পয়সা নষ্ট হয়।
আপনি কিছু করার নিয়ত করে ফেললে, সেটা নিজের কাছে গচ্ছিত রাখতে পারেন।
আমরা পরবর্তীতে প্রয়োজন আপডেট করবো।
তবে আবারও বলি - আর্থিক সাহায্য করার মতই জরুরী ওদের পাশে থাকা। তাই সময় পেলে একবার সপরিবারে ওদের দেখে যেতে অনুরোধ করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।