আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৪

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন, ''জলবায়ু বিপর্যয় রোধে উপকুলে গাছ লাগান"--------এই শ্লোগান নিয়ে ভ্রমন বাংলাদেশের ব্যানারে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত সাগর সৈকত ধরে ১২০ কিলোমোটার পথ হাটার কিছু ফটো নিয়েই আমার ধারাবাহিক,,,,,,, "স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন" পাথরের ঢেউ, ভাটার সময় পানি নেমে যাওয়ার পর এই ঢেউয়ের দেখা পাওয়া যায় অন্য রকম ঝিনুক বালুকা বেলায় জেলে অট্টালিকা দেবে গেছে নৌকার চাকা অতি চঞ্চল ক্ষুদে সামুদ্রিক পাখি, এগুলোর ছবি তোলাটা বেশ কঠিন বালিতে পানির খেলা পাহাড়, ঝাউবন নীলাকাশ আর পাথুরে বেলাভুমি, যেন নৈস্বর্গ উচু পাহাড়ের নীচে নারকেল আর সুপারীর বাগান, এমন দূর্গম এলাকায় ও রয়েছে কিছু কিছু জনবসতি ফুটবল আর ক্রিকেট এখানেও চলে সমানতালে পাহাড়, ঝাউবন, সৈকত, সাগর সূর্য তার অপরূপ বিদায়ী আলো ছড়াচ্ছে....... অন্ধকার হয়ে আসার আগেই পৌছতে হবে গন্তব্যে......... তরমুজের ক্ষেতে একটা ক্লিক করলাম আমাদের প্রথম রাতের ঠিকানা ( পর দিন সকালে তোলা ছবি ) ক্যাম্প ফায়ার রাতের খাবারের জন্য প্লেট হাতে অপেক্ষা........... স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ১ Click This Link স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ২ Click This Link স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৩ Click This Link চলবে.............
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.