আমাদের কথা খুঁজে নিন

   

শিবচরে মুক্তিযোদ্ধার বাড়িতে আ.লীগের হামলা, ভাঙচুর, লুটপাট



মাদারীপুরের শিবচরে এক মুক্তিযোদ্ধার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। এসময় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, জমি নিয়ে গত দুবছর ধরে মুক্তিযোদ্ধা রাজন খান এবং শিবচরের আওয়ামী লীগ নেতা মোসলেম বেপারীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে শুক্রবার শিবচর পৌরসভার বরহামগঞ্জ কলেজ রোড এলাকার রাজন খানের বাড়িতে মোসলেম বেপারী আসলে কথা কাটাকাটি হয়। পরে মোসলেম বেপারীর ছেলে নবীনূর বেপারীসহ ৭/৮ জন সন্ত্রাসী রাজন খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। হামলায় অবসরপ্রাপ্ত সেনা সুবেদার রাজন খান ও তার ছেলে মাসুদ খানকে (২২) আহত হয়েছেন। হামলার সময় রাজন খানের বাড়ি ও আড়ৎ থেকে প্রায় ৭ লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল বলেন, রাজন খান অভিযোগপত্র দিয়েছেন। শিবচরে মুক্তিযোদ্ধার বাড়িতে আ.লীগের হামলা, ভাঙচুর, লুটপাট


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.