মঙ্গলবার শিবচরের মাদবরচরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, শিবচরের চর জানাজাতে আন্তর্জাতিক মানের এই বিমানবন্দর করা হবে।
“বিমানবন্দরের জন্য চর জানাজাতকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বর্তমানে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।”
জনসভাস্থল থেকে প্রায় ১১শ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর চার লেনের সংযোগ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর বাইরে শিবচরের ১৮ টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এগুলোর মধ্যে শিবচর উপজেলা কমপ্লেক্স ভবন, প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা খাদ্যগুদাম, উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়, শিবচর দাদা ভাই উপশহর, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন এবং বিল পদ্মার ওপর নাজেম খাঁ সেতু, ইলিয়াছ আহমেদ চৌধুরী (দাদা ভাই) পৌর মার্কেট রয়েছে।
সরকারি-বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) আওতায় প্রথম প্রকল্প হিসেবে ২০১০ সালের অগাস্টে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিলে এই বিমানবন্দর করার উদ্যোগ নেয়া হলেও স্থানীয়দের বিরোধিতার কারণে তা বাতিল হয়।
বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বারের মতো মাদারীপুর গেলেন শেখ হাসিনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।