আমাদের কথা খুঁজে নিন

   

শিবচরে চরমপন্থি দলের সাবেক সদস্য খুন

নিহত শামীম খানের (২৭) বাড়ি নিলখী ইউনিয়নের কলাতলা গ্রামে। বুধবার গভীর রাতে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে তার লাশ পাওয়া যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিবচর থানার ওসি মাসুদুদ্দিন খান জানান, শামীম এক সময় চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আজীজের সহযোগী ছিলেন। বছরখানেক আগে দল থেকে বেরিয়ে এসে তিনি আসবাবপত্রের ব্যবসা শুরু করেন।

এলাকায় তার পরিচিতি ‘পিচ্চি শামীম’ নামে।

শামীমের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

শামীমের স্ত্রী খাদিজা আক্তার পুলিশকে জানান, রাতের বেলা কয়েকজন এসে তার স্বামীকে ঘুম থেকে তুলে ধরে নিয়ে যায়। সকালে বাড়ির পাশে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  

শিবচরের ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চরমপন্থি দলের লোকেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা। ”

তিনি জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শামীমের দুই চোখ তুলে নিয়েছে, হাত-পায়ের রগও কেটে দিয়েছে।

এছাড়া তার শরীরর বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.