সম্প্রতি আইফোন আনলক করা বা জেলব্রেকিং করার কাজটিকে বৈধ বলেই রায় দিয়েছে মার্কিন কপিরাইট অফিস। ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট (ডিএমসিএ) অনুযায়ী এখন আইফোন ব্যবহারকারীরা বৈধভাবেই তাদের ফোন হ্যাক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের অনুমতি ছাড়াই এক্সেস কন্ট্রোল ভেঙ্গে অন্য নেটওয়ার্ক এবং অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, জেলব্রেক করার সুযোগ পাবার আগে কেবল অ্যাপলের অনুমোদিত সফটওয়্যারই ব্যবহার করা যেতো।
জানা গেছে, এ বিষয়ক নতুন আইন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই রায়ের ফলে এখন থেকে আইফোনে কেবল অ্যাপলের অ্যাপ্লিকেশন ছাড়া অন্য অ্যাপ্লিকেশন ব্যবহারে নতুন সুযোগ তৈরি হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।