যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
স্কাইপ বলেছে যে আইফোন ইউজাররা ওয়াই ফাই এর মাধ্যমে এর ইন্টারনেট টেলিফোনি সার্ভিস দিয়ে কল করতে পারবে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার না করেই। স্কাইপের ভিওআইপি এপ্লিকেশন এপেলের আইটিউন ষ্টোর থেকে ডাউনলোড করা যাবে। এই সার্ভিস স্কাইপ ইউজারদের কাছে বিনামূল্যে কল করতে দিবে কিন্ত অন্যরা যারা স্কাইপে ইউজার না তাদের কাছে কল করতে টাকা লাগবে। তাদের ট্রুফোন £২৫ মাসিক পে'র মাধ্যমে আনলিমিটেড ভিওআইপি কল করতে পারবে মোবাইলে ও ল্যান্ডলাইনে ৬৪টি দেশে। ভয়েসগুলো ডাটা হিসাবে ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হবে।
সুত্রঃ বিবিসি নিউজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।