আমাদের কথা খুঁজে নিন

   

আইফোনে আগুন, দগ্ধ কিশোরী

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সকাল ৭টা ৪০ মিনিটে কেনেবাংকস মিডল স্কুলে নিজের ক্লাসে উপস্থিত ছিলেন ওই কিশোরী। হঠাৎ করেই আগুন ধরে যায় তার ব্যাকপ্যাকে। আগুন কিশোরীর পরনের কাপড়ে ছড়িয়ে পরে মুহুর্তেই। শেষ পর্যন্ত কিশোরীর সহপাঠী এবং শিক্ষকরা মিলে নিয়ন্ত্রণে আনেন আগুন।

ওই ঘটনায় সন্দেহের আঙুল এখন কিশোরীর ব্যাকপ্যাকে থাকা আইফোনের দিকেই।

সিনেটের প্রতিবেদন অনুযায়ী এমনটাই ইঙ্গিত করছে প্রাথমিক অবস্থায় তোলা ছবিগুলো।

অন্যদিকে একই মত দিয়েছেন স্থানীয় ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের ডিভিসন চিফ অ্যান্ড্রু পালমেরি। কিশোরীর আইফোনের ব্যাটারির পোর্ট শর্টসার্কিট হয়েই আগুনের সূত্রপাত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়য়ে তদন্ত করছে স্থানীয় ফায়ার সার্ভিসও।

এ বিষয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলেও শীর্ষ টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বলে জানিয়েছে সিনেট।

আইফোনে আগুন ধরে যাবার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে উড়ন্ত প্লেনে আইফোনে আগুন ধরে যাবার ঘটনা ঘটেছে একাধিকবার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.